২৪মে সারা দেশে মমতাজিয়া দরবারের ৫০ হাজার পরিবারের ঈদুল ফিতর
মো: হাবিবুর রহমান: চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাস্থ জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবারের অনুসারীরা দক্ষিণ চট্টগ্রামের ১২০ গ্রামসহ সারাদেশে ৫০হাজারেরও বেশি পরিবারে ৩০ রোজা সম্পন্ন করে পবিত্র ঈদুল ফিতর উৎসব পালন করবে। এসকল অনুসারীরা গত ২৩ এপ্রিল রমজানের চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে সেহেরী খেয়ে ২৪ এপ্রিল প্রথম রোজা শুরু করে আজ ২৩মে ৩০রমজান পূর্ণ করে আগামীকাল রবিবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উৎসব পালন করবে। আজ আফ্রিকা, কানাডা ও আমেরিকায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আগামীকাল রবিবার পবিত্র ঈদুল ফিতর উৎসব উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
সকাল ০৯টায় জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন-দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা হযরত শাহসুফি সৈয়্যদ মোহাম্মদ আলী (মাঃজিঃআঃ)।
এ বছর করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে দরবার শরীফ প্রাঙ্গনে ২টি ঈদের জামাত সকাল সাড়ে আটটায় এবং সকাল সাড়ে নয়টায় অুষ্ঠিত হবে।
এছাড়া দরবার শরীফ পরিচালিত আনজুমান এ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্ট এর উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় আরও দেড় শতাধিক মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামের যেসকল স্থানে ঈদুল ফিতরের নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উৎসব পালিত হবে তার মধ্যে চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ, কাঞ্চননগর, মাইজ পাড়া, জুনিঘোনা, আব্বাস পাড়া, দিঘিরপাড়া, কাঞ্চন নগর ষ্টেশন, কেন্দুয়ারপাড়া, মাঝের পাড়া, দক্ষিণ কাঞ্চননগর, সৈয়দা বাদ, খুনিয়ার পাড়া, হাশিমপুর, কেশুয়া, সাতবাড়িয়া, মোহাম্মদপুর, হারালা, বাইনজুড়ি, বরকল, বরমা, চৈধুরীপাড়া, কষাইপাড়া, ফকিরপাড়া, পটিয়ার মল্লাপাড়া, হাইদগাঁও, শ্রীমাই, কাগজিপাড়া, বিনানীহারা, শান্তিরহাট, কালারপুল, শিকলবাহা, চরকানাই, বাশঁখালীর জলদি, কালিপুর, গুনাগড়ি, গন্ডামারার মিঞ্জিরিতলা, সনুয়া, সাধনপুর, আনোয়ারার তৈলার দ্বীপ, বাথুয়া, বারখাইন, বোয়ালখালির চরনদ্বীপ, খরনদ্বীপ, লোহাগাড়ার আমিরাবাদ, চুনতি, বরহাতিয়া, পুটিবিলা, উত্তর সুখছড়ি, আদুনগর, সাতকানিয়ার মির্জাখিল, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাঠিয়াডাঙ্গা, পুরাণগর, মলেয়াবাদ, রাঙ্গুনিয়ার পদুয়া, খুরুশিয়া গ্রামসহ চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদুল ফিতরের পৃথক পৃথক জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও চট্টগ্রামের সীতাকুন্ড, সন্দীপ, মীরেস্বরাই, হাটহাজারী, উখিয়া, বান্দরবান, আলী কদম এলাকায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
নারায়নগঞ্জের লামাপাড়া, ফতুল্লায় জাহাঁগিরিয়া শাহ্ছুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীদের পরিচালিত শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ ও হযরত শাহসুফি মমতাজিয়া হেফজখানা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে সকাল ১০টায় একটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। উক্ত জামায়াতে ইমামতি করবেন মাওলানা মোঃ আনোয়ার হোসেন শুভ ।
বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় তিনটি জামায়াতের মধ্যে প্রধান ও বৃহত্তম ঈদুল ফিতরের জামায়াত সকাল সাড়ে নয়টায় মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানীর ইমামতিতে অনুষ্ঠিত হবে ২৫নং ওয়ার্ডে রূপাতলী হযরত শাহসুফি মমতাজিয়া আরজ আলী খান কমপ্লেক্স ।
২৩ নং ওয়ার্ডে মাওলানা মো: দেলোয়ার হোসাইনের ইমামতিতে “তাজকাঠি জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ” প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঈদের জামাত ।
এছাড়াও পৌর এলাকার ২৬ নং ওয়ার্ডের উত্তর সাগরদী মৃধাবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে মাওলানা ইমতিয়াজ আলীর ইমামতিতে এবং ২৪ নং ওয়ার্ডে হরিনাফুলিয়া চৌধুরীবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে হাফেজ মাওলানা মুহাম্মদ জাফরের ইমামমতিতে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
২২নং ওয়ার্ডে জিয়া সড়ক শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে মাওলানা মুহাম্মদ আবুল কালামের ইমামতিতে পৃথক পৃথক ঈদুল ফিতরের নামাজের জামায়াতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান স্বাস্থ বিধি মেনে ঈদের জামাতেঈদুল ফিতরের নামাজ আদায় করবে।
বরিশাল সদর উপজেলার চরকিউট্টা গ্রামে-হাফেজ লোকমান শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা মুহাম্মদ রাজিব , বন্দর থানা সাহেবের হাটের পতাং গ্রামে-পতাং শাহ্সুফি মমতাজিয়া মসজিদ প্রাঙ্গণে ইমামতি করবেন মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী। মেহেন্দিগঞ্জের-তালুকদারচর গ্রামে-তালুকদার চর শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে মাওলানা মুহাম্মদ আমির হোসেন এর নের্তৃত্বে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায়।
উক্ত দরবারের অনুসারীদের বাবুগঞ্জ উপজেলার প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ১০টায় -খানপুড়া চেয়ারম্যান বাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে মাওলানা আহম্মদ সাইনের ইমামতিতে সকাল সাড়ে ৯টায়। এছাড়াও বাবুগঞ্জের কেদারপুর শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, উজিরপুর শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, মাধবপাশা দুয়ারীবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, মুলাদি উপজেলার চরকালেখা গ্রামে -চরকালেখা শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে।
হিজলা উপজেলায় জাহাঁগিরিয়া শাহ্সুুফি মমতাজিয়া দরবারের দু’জন খলিফা হযরত আতিক উল্লাহ শাহ্ সাহেব (রঃ) এবং হযরত আবুল হোসেন (রঃ) প্রায় ১২০ বছর পূর্ব থেকে অত্র এলাকায় তাহাঁদের পীরানে পীরের নির্দেশ ও মাজহাব মতে পৃথিবীর কোথাও চাঁদ দেখার উপর ভিত্তি করে সকল মুসলিম ধর্মীয় কার্যক্রম পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় হিজলা উপজেলার প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ১০টায় শ্রীরামপুর গ্রামের – শ্রীরামপুর দরবার শাহ্ সাহেব জামে মসজিদ প্রাঙ্গণে। উক্ত জামাতে ইমামতি করবেন শাহজাদা মাওলানা মোঃ রিয়াজ উদ্দিন ঢালী। এছাড়াও হিজলার কোলচর গ্রামে -কোলচর শাহ্সুফি মমতাজিয়া মসজিদে শাহ্সুফি মমতাজিয়া দরবারের অনুসারীরা ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
বাখেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি গ্রামে-সুন্দরকাঠি দরবার শরীফের শাহজাদা শেখ মোঃ ফরিদ উদ্দিন বলেন-আমার বাবা চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার জাহাঁগিরিয়া শাহ্সুুফি মমতাজিয়া দরবার শরীফের একজন খলিফা ছিলেন। তিনি বলেন অত্র দরবারের কয়েক হাজার ভক্তবৃন্দ প্রতিবছর একই দিনে আমাদের উপরোস্থ দরবারের নিয়মানুসারে রোজা ও ঈদসহ সকল ধর্মীয় রীতিনীতি পালন করে আসছি। অত্র দরবারে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা এমদাদ উল্লাহ।
চট্টগ্রামের চন্দনাইশ শাহ্সুফি দরবারের এসকল অনুসারীদের পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় প্রধান ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সুপার মাওলানা মুহাম্মদ আবু সাইদ চৌধুরীর নের্তৃত্বে শাপলাখালীস্থ শাহ্সুফি মমতাজিয়া সুন্নিয়া মাদরাসা প্রাঙ্গনে সকাল সাড়ে নয়টায়।
হাফেজ মোঃ রাসেলএর ইমামতিতে তাতেরকাঠি দরবারে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
এছাড়াও চিশতিয়া কাদেরিয়া তরিকতের উক্ত দরবারের কয়েক হাজার ধর্মপ্রান মুসলমান ৩০ রোজা পূর্ণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে বাউফলের ধাউরাভাঙ্গা শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে হাফেজ মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলী, উত্তর শাপলাখালী শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে মাওলানা মুহাম্মদ শাহিন. দ্বিপাশা শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন, মদনপুরা শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে মাওলানা মুহাম্মদ সুলতান হাবিব, চন্দ্রপাড়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে মাওলানা মুহাম্মদ আবদুল মালেক, সুর্দি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে মাওলানা মুহাম্মদ মেহেদী হাসান রনী,পূর্ব কায়না শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে মৌলানা মুহাম্মদ আবদুল মজিদ মোল্লা, শাবুপুড়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজের, ইমামতিতে সকাল সাড়ে নয়টায় একযোগে পবিত্র ঈদুল ফিতরের জামায়াতে নামাজ আদায় শেষে ঈদ উৎসব পালন করবেন বলে হাবিবুর রহমান শাহিন-জানিয়েছেন।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় উক্ত দরবারের অনুসারীদের মোট ১১টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। কলাপাড়া উপজেলায় এই তরিকতের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া গ্রামে শাহ্সুফি দরবারের খলিফা হযরত মাওলানা শফিউদ্দিন বিশ্বাস (রঃ) এর মাজার প্রাঙ্গনে। অত্র দরবারের জামায়াতে ইমামতি করবেন হাফেজ মোঃ আরিফুর রহমান-। কলাপাড়া পৌর এলাকায় নাইয়াপট্টি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদের নামাজ পড়াবেন মৌ. মোঃ জামাল হোসেন-ও ইটবাড়িয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজে ইমামতি করবেন মৌ. মোঃ আবু সাইদ-।
এছাড়াও ধানখালী শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান, চৌকিদার বাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে মাওলানা মুহাম্মদ নুর হোসেন-, পাঁচজুনিয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে মাওলানা মুহাম্মদ আবু জহুর-, চালিতাবুনিয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, ফুলতলী শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, লালুয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে মৌ. মোঃ ইদ্রিস আলী- তেগাছিয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, চিংগুরিয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে মোঃ রাশেদুল হাসান বাপ্পি- পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়াবেন। উক্ত ঈদের জামাতে কলাপাড়া উপজেলার কয়েক হাজার লোক ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন বলে নিশান বাড়িয়া দরবারের শাহজাদা মোঃ নিজাম বিশ্বাস জানিয়েছেন।
গলাচিপা উপজেলার ডাকুয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে উক্ত দরবারের অনুসারীদের একটি জামাত। এতে ইমামতি করবেন মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম।
এছাড়াও রাঙ্গাবালী উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে মোট ১০টি ঈদুল ফিতরের জামায়াতের মধ্যে মাওলানা মুহাম্মদ রফিকের ইমামতিতে- প্রধান ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায় খালগোড়া বাজারে রাঙ্গাবালী জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া সুন্নিয়া মাদরাসা মাঠে। পশুরীবুনিয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ প্রাঙ্গনে ঈদুল ফিতরের নামাজ পড়াবেন মাওলানা আবুল হোসেন-, চৌকিদার বাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়াবেন মাওলানা হোসাইন-, চরযমুনা শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদের নামাজ পড়াবেন মাওলানা মোঃ সোহাগ রানা- ফুলখালী শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়াবেন মাওলানা মুহাম্মদ মশিউর রহমান সোহাগ- কোরালীয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়াবেন মাওলানা মুহাম্মদ মশিউর রহমান লিটন-, সেনের হাওলানা শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়াবেন সকাল সাড়ে নয়টায় হাফেজ মোঃ অলি উল্লাহ । এছাড়াও রাজার বাজার শাহ্সুফি মমতাজিয়া মসজিদে, কবিরাজবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে নিজহাওলা মিরাবাড়ি শাহ্সুফি মমতাজিয়া মসজিদ সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে পৃথক পৃথক ঈদুল ফিতরের জামায়াত ধর্মপ্রাণ মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করবে।
মির্জাগঞ্জ গাবুয়া ইউনিয়নের দক্ষিন গাবুয়া গ্রামে মুন্সি আবদুল গফুর (রঃ) এর মাজার প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ঈদের জামায়াত। এতে ইমামতি করবেন মাওলানা মোঃ বশির উদ্দিন ফারুক।
বাংলাদেশের অধিকাংশ মানুষই ইসলাম ধর্মের এবং হানাফী মাজহাবের অনুসারী। বিশ্বের সকল মুসলিম চারটি মাজহাবের কোন না কোন মাজহাবের অনুসারী। চার মাজহাবের হানাফী, মালেকী ও হাম্বলী এই তিনটি মাজহাবের চূড়ান্ত সিদ্ধান্ত হল বিশ্বের যে কোন প্রান্তে চাঁদ দেখা গেলে সর্ব প্রান্তের মুসলমানের জন্য চন্দ্র মাস গনণা আবশ্যক। সেই হিসেবে গত ২৩এপ্রিল রমজানের চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার, বদরপুর দরবার, সাদ্রা দরবার, সুরেশ^র দরবারসহ সারা দেশে সুন্নি পন্থি সচেতন ধর্মপ্রাণ মুসলমান জনগোষ্ঠি রোজা রাখা শুরু করেন এবং একই নিয়মে প্রতি বছর রোজা ঈদসহ সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।