হাবিবুর রহমান: আনজুমান এ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্ট এর ব্যবস্থাপনায় সারা দেশে ট্রাস্ট পরিচালিত সকল দ্বীনি প্রতিষ্ঠানে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হচ্ছে। ১১ রবিউস সানি বড় পীর হযরত আবদুল কাদের জিলানি (র.) এর ওফাত দিবস বিশ্বের মুসলমানদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত।
এ উপলক্ষে আনজুমান এ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাহাঁগিরিয়া ছুফিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা ও আহলে সুফফা সুন্নিয়া দরসে নিজামী মাদরাসা, পটুয়াখালী জেলার বাউফল শাহসুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদরাসাসহ সারা দেশে সকল দ্বীনি প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল ও ফাতেহা শরীফের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের পীর ছাহেব ট্রাস্ট এর চেয়ারম্যান হযরতুল আল্লামা আলহাজ্ব শাহসুফি সৈয়্যদ মোহাম্মদ আলী (মা:জি:আ:)’র সভাপতিত্বে আজ দরবার শরীফেও এ উপলক্ষে খতমে কোরআন শরীফ, আলোচনা সভা, মিলাদ কিয়াম, ওয়াজ মাহফিল, ফাতেহা শরীফ ও তবারুক বিতরণ অনুষ্ঠিত হয়।