হাবিবুর রহমান: আনজুমান এ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্ট এর চেয়ারম্যান চট্টগ্রামের চন্দনাইশ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের পীর সাহেব হযরতুল আল্লামা আলহাজ্ব শাহসুফি সৈয়্যদ মোহাম্মদ আলী মা:জি:আ: গত ১১ ও ১২ রবিউল আউয়াল বরিশালের রূপাতলী হযরত শাহসুফি মমতাজিয়া আরজ আলী খাঁন কমপ্লেক্স এ ২দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলা , বাবুগঞ্জ উপজেলা ও নারায়নগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৪নভেম্বর’২০১৯ তারিখে চট্টগ্রাম এসে পৌছান। দীর্ঘ দিন বৃহত্তর বরিশাল ও নারায়নগঞ্জে ত্বরিকতের সফর শেষে দরবার শরীফে ফিলে এলে পির সাহেব হুজুর কেবলাকে এলাকাবাসী লালগালিচা সংবর্ধনা দেন।
পটিয়ার বাইপাস সড়কে হুজুর কেবলার গাড়ী পৌছুলে দাওয়াতে সুফি বাংলাদেশ এর কর্মি ও এলাকাবাসী মটর সাইকেল শোভা যাত্রার মাধ্যমে তাঁকে দরবার শরীফে এগিয়ে নিয়ে আসেন। হযরত কেবলাকে অভ্যর্থনা জানাতে আরাকান সড়কের দুইধারে চন্দনাইশের বিভিন্ন এলাকা হযরতের ভক্ত অনুরক্তগণ হাতে পাতাকা নিয়ে দাঁড়িয়ে থাকেন। এসময় তারা ফুলের পাপড়ি ছিটিয়ে হযরতকে শুভেচ্ছা জানান। পির ছাহেব হযরতের দীর্ঘ এ দ্বীনি সফরে তিনি ঢাকা, বরিশাল সদর, বাউফল, গলাচিপা, রাঙ্গাবালী অঞ্চলে পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল উদযাপনের কর্ম সূচী দিয়ে আসেন বলে জানা যায়।
এছাড়াও পির সাহেব হুজুর বাউফল উপজেলায় সফরে থাকাকালীন স্থানীয় ধর্মপ্রাণ মানুষকে উদ্বুদ্ধ করে আনজুমান এ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্ট এর ব্যবস্থাপনায় পরিচালিত বাউফল শাহসুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা ভবনের সংস্কার, চন্দ্রপাড়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদের ২য় তলার ছাদ ঢালাই ও ধাউরাভাঙ্গা শাহসুফি মমতাজিয়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ শুরু করে দিয়ে আসছেন বলে আনজুমানের নির্বাহী পরিচালক মুহাম্মদ মতি মিয়া মনসুর জানিয়েছেন।