আজ ২৯ অক্টোবর মঙ্গলবার থেকে চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী কাঞ্চননগর জাঁহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল শুরু হচ্ছে। আনজুমান এ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্টের উদ্যোগে ও দাওয়াতে সূফীর ব্যবস্থাপনায় ১২ দিনব্যাপী এই ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে সভাপতিত্ব করবেন পীরে তরিকত, জাঁহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মাওলানা মোহাম্মদ আলী মমতাজি (মা.জি.আ.)। ১২ দিনব্যাপী এই মাহফিলে দেশ-বিদেশের ইসলামী চিন্তাবিদ, পীর-মাশায়েখ, বুদ্ধিজীবি ও ওয়াজিনগণ বক্তব্য রাখবেন। উল্লেখ যে, রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী (স.) এবং পৃথিবীতে রাসূলে করিম (স.) এর আগমন উপলক্ষে শাহসুফি দরবার শরীফ থেকে ১৯২০ সালে শাহসুফি হযরত মাওলানা মুফতি আমজাদ আলী জাঁহাগিরি (রহ.) এই কর্মসূচীর প্রবর্তন শুরু করেন। তারই ধারাবাহিকতায় হযরত শাহসুফি সৈয়দ মুফতি মমতাজ আলী (রহ.) এই ধারাবাহিক কর্মসূচী পালন করার নির্দেশনা দিয়েছিলেন। দরবারের বর্তমান সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মাওলানা মোহাম্মদ আলী মমতাজি (মা.জি.আ.) ধারাবাহিক এই কর্মসুচী কাঞ্চননগর দরবার শরীফ সহ সারা বাংলাদেশের ৪৮০টি খানাকা শরীফে ঈদে মিলাদুন্নবী (স.) এর মাহফিল পালিত হবে। প্রত্যেক কর্মসূচীতে আগ্রহী ও সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য জাঁহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্টের নির্বাহী পরিচালক পীরজাদা মাওলানা মোহাম্মদ মতি মিয়া মনসুর অনুরোধ জানিয়েছেন।
pls connect with facebook. tuter
thank u, coming soon