ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুফিতত্ত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

news Recent

হাবিবুর রহমান: গত ১৫ ফেব্রুয়ারী’১৯ বিকাল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আনজুমানে জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্ট, ঢাকা কর্তৃক সুফিতত্ত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সুফীগণই ইসলামের প্রকৃত ধারক এবং সুফীবাদই মুক্তির পথ শীর্ষক আলোচনায় প্রধান অথিতি ছিলেন আšর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মুফাক্কিরে আজম-ই-হিন্দুস্থান, ভারতের পাটনা খানকায়ে মোনায়েমীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, আওলাদে রাসুল (স.), আওলাদে গৌছে পাক প্রফেসর ড. হযরত সাইয়েদ শাহ শামিম উদ্দিন আহমদ মোনায়েমী (মু.জি.আ.)। সভাপত্বিত করেন আনজুমানের নির্বাহী পরিচালক ও চন্দনাইশ জাহাঁগিরিয়া দরবারের শাহজাদা মাওলানা মোহাম্মদ মতি মিয়া মনসুর,। আনজুমানের পরিচালক মহিউদ্দিন মুহাম্মদ মোরশেদ আলী তুহিন এর সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি প্রভাষক ডঃ সৈয়দ আবদুল্লাহ আল মারুফ মুহাম্মদ শাহ আলম, বিশেষ অথিতি ছিলেন অধ্যাপক ডঃ শাহ কাওসার মুস্তফা আবুল উলায়ী, পীরজাদা মাওলানা মুহাম্মদ আহসান আলী, সিলেট রিচি জাহাঁগিরিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া আজহারী, অধ্যাপক মাওলানা মুহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ সৈয়দ তবারুক হোসেন, আল্লামা মুহাম্মদ আনোয়ার হোসেন শুভ, কবি মাহমুদুল হাসান নিজামী, লেখক সোহেল মোঃ ফখরুদ্দীন, ডঃ এম, এ, মুক্তাদির, হাসান ইমাম চৌধুরী, পীরজাদা মুহাম্মদ মোতালেব ফেরদৌস, পীরজাদা মুহাম্মদ আবদুল মান্নান, ব্যাংক কর্মকর্তা দেলোয়ার মাসুদ, ট্যাক্স কর্মকর্তা জনাব মুহাম্মদ জাকির হোসেন, মেজর আদনান নবীন, মাষ্টার মাহমুদ আলী, মাষ্টার মুহাম্মদ শমশের আলী, ভুমি কর্মকর্তা জনাব রাশেদুল ইসলাম রাসেল, হাফেজ সরোয়ার, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *