গত ৭ ও ৮ এপ্রিল রোজ রবি ও সোমবার পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার রাজার বাজারে বাদ আসর তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত তাফসীরুল কোরআর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের চন্দনাইশ জাহাঁগিরীয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন কুতুবে আলম, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত, ওয়ারেছুল আম্বিয়া, সুনতানুল আউলিয়া, হাজত রাওয়া, মুশকিল কুশা, নুরে জাহাঁগিরি হযরতুল আল্লামা আলহাজ শাহসুফি সৈয়দ মোহাম্মদ আলী মাদ্দাজিল্লুহুল আলী মমতাজি (মা:জি:আ:)।
২দিন ব্যাপি মাহফিলের সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলার উদীয়মান যুবরতœ ও অন
লাইন নিউজ পোর্টাল আকাশ বাংলা ২৪ ডককম এর প্রধান উপদেষ্টা মো: আবু তালেব মিয়া।
প্রথম দিনের মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কায়রো মিশরের আল আহজার বিশ্ববিদ্যালয় থেকে হাদিস শরীফে অনার্স ও ইংল্যান্ডের গ্লোস্টার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ব্যাংকিং এর ওপর এম এ পাশ এবং ঢাকার লিবারেল ইসলামিক স্কুলের অধ্যক্ষ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি ( পি এইচ ডি, গবেষক) বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আলোচনা করেন চাঁদপুর ফরিদগঞ্জের মূলপাড়া বায়তুল আমান জামে মসজিদের খতিব হযরত মাওলানা মমিনুল ইসলাম রাজাপুরী এবং বাংলাদেশ টেলিভিশন, মোহনা টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ বেতারের ইসলামী আলোচক হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান আল কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, রাঙ্গাবালী সরকারি কলেজের অধ্যক্ষ মো: তরিকুল হাসান, রাঙ্গাবালী সরকারি কলেজের অধ্যাপক আব্দুর রহমান ফরাজী, সিদ্দিক এন্ড কোং ও কনিকা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক খান মো: রেজাউল করিম সাকি, ঢাকা হাজারীবাগের হ্যাপি টাইমস আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাওলানা মো: আনোয়ার হোসেন শুভ, রাঙ্গাবালী জাহাঁগিরিয়া শাহ্ সূফী মমতাজিয়া সুন্নিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও: মো: আনোয়ার হোসেন শাহিন।
দ্বিতীয় দিনে প্রধান বক্তার আলোচনা করেন ঢাকা আজিমপুর চৌরাস্তা বায়তুল করিম জামে মসজিদের খতিব এবং ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মাও: মো: মোশারফ হোসেন হেলালী।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাপলাখালী শাহ সুফী মমতাজিয়া দাখিল মাদ্রাসার সুপার ও আঞ্জুমান জাহাঁগিরিয়া শাহ্ সূফী মমতাজিয়া ট্রাস্ট এর প্রধান সমন্বয়ক হযরত মাওলানা গোলাম রাব্বানী (আঁখি), রাঙ্গাবালী জাহাঁগিরিয়া শাহ সূফী মমতাজিয়া মমতাজিয়া সুন্নিয়া মাদ্রাসার মুদাররিস ও খালগোড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন তালুকদার, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব মুহাম্মদ ওয়ালীদ তালুকদার, দাওয়াতে সুফী বাংলাদেশ’র বরিশাল বিভাগীয় সভাপতি এ কে এম শহীদুল আলম খাঁন, শাহজাদা মাওলানা রিয়াজ উদ্দিন ঢালী।
আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন রাজার বাজার শাহসূফী মমতাজিয়া জামে মসজিদের খতিব মাওলানা মশিউর রহমান লিটন, পশুরীবুনিয়া শাহ্সূফী মমতাজিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবুল হোসেন, ফুলখালী শাহসূফী মমতাজিয়া জামে মসজিদের খতিব মৌলভী মশিউর রহমান সোহাগ, বিলের বাড়ি শাহসূফী মমতাজিয়া জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন মাহমুদ। সেনেরহাওলা শাহসুফি মমতাজিয়া জামে মসজিদের খতিব হাফেজ মো: অলি উল্লাহ, চরযমুনা শাহসুফি মমতাজিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো: আবিদুল ইসলাম সোহাগ, উক্ত মাহফিলের ব্যবস্থাপনার দায়িত্ব ছিলেন দাওয়াতে সুফি বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখা। প্রচারে ছিলেন মিলন খলিফা, মধু দালাল, সুবুজ মীর, সুজন হাওলাদার, শহিদ মৃধা ও সেরাজ মৃধা।