এতিমখানায় যাকাত ফিতরার আবেদন

Uncategorized
তিন ব্যক্তির দুআ অগ্রাহ্য করা হয় না (বরং কবুল করা হয়); পিতার দুআ, রোজাদারের দুআ এবং মুসাফিরের দুআ। (বাইহাকী ৩/৩৪৫, প্রমুখ, সিলসিলাহ সহীহাহ, আলবানী ১৭৯৭নং) এই হাদীস শরীফমতে আমরা দাতাগণের প্রতি হক আদায়ের চেষ্টায় প্রতিদিন ইফতারের পূর্বে মিলাদ কিয়াম, দরুদ শরীফ তেলাওয়াত ও দোয়া মোনাজাতের মাধ্যমে ইফতার গ্রহন করিয়ে থাকি। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, ‘এক ব্যক্তি রাসুল (সা.)-কে প্রশ্ন করেন, ইসলামে কোন কাজটি শ্রেষ্ঠ? মহানবী (সা.) বলেন, ‘ইসলামে সবচেয়ে ভালো কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো।’ (বুখারি, হাদিস : ১২; মুসলিম হাদিস : ৩৯) আমরা সর্বদা এই ভাল কাজগুলো নিজেরা করি এবং অন্যকে করতে উৎসাহিত করি। আনজুমান এ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্ট (AJSM Trust) বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি ট্রাস্টি সংস্থা। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় ৪ টি মাদরাসা, ৩ টি বৃদ্ধাশ্রম, ৭ টি এতিমখানা, ৭ টি কুরআন মুখস্থকরণ কেন্দ্র/হেফজখানা, ৮৪ টি জামে মসজিদ এবং ৫৬টি কুরআন শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করে নিজস্ব ও স্থানীয় দান অনুদান নিয়ে পরিচালনা করে আসছি। এছাড়াও আমরা দেশের যে কোনও দুর্যোগে দুস্থ / অসহায় /অনাহারী মানুষকে খাদ্য, পোশাক, আশ্রয় এবং চিকিৎসা সহায়তা সরবরাহ করে থাকি। দাতব্য প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আপনি যে কোনো পরিমান অনুদান দিতে পারেন আমাদের সংস্থায়। আমরা আপনার অর্থ এতিম ও দরিদ্র হাফেজে কুরআন ছাত্রদের খাদ্য, পোশাক, শিক্ষা ও চিকিৎসা কাজে, এতিমখানার উন্নয়ন, অনাহারী পরিবারগুলিতে ইফতার, খাদ্য /ত্রাণ বিতরণ, পোশাক এবং চিকিৎসা সরবরাহ কাজে ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিচের পে-মেন্ট বিক্যাশে অথবা অনলাইনেও দেয়া যাবে যে কোন পরিমান অনুদান +8801760162955 (পে-মেন্ট বিক্যাশ) www.ajsmtrust.com/zakat

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *